দেশের চলচ্চিত্র শিল্পের সব সঙ্কটের মধ্যেও সবচেয়ে বড় আশা-ভরসার নাম সুপারস্টার শাকিব খান। সম্প্রতি করোনাকালে স্থবির হয়ে পড়া চলচ্চিত্র অঙ্গনে আবারও প্রাণসঞ্চার করে শুটিং শুরু করেছেন ঢালিউডের ‘নবাব’।
বৃহস্পতিবার থেকে রাজধানীর ৩০০ ফিট সড়কের পূর্বাচল এলাকায় ও বিএফডিসিতে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিংয়ে অংশ নেন শাকিব খান। করোনাকালে রুদ্ধ পরিস্থিতি থেকে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরার অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে এই শুটিং।
শুটিংয়ের কিছু স্টিল পিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়ে শাকিব খানের নিউ লুক।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে ‘নবাব এল এল বি’ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন এবং এতে শাকিবের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মাহী ও স্পর্শিয়া।