নগরীর বন্দরবাজার থেকে পুলিশ ইয়াবা ব্যবসায়ী রনিকে (২৫) গ্রেফতার করেছে। সে রংপুর জেলার পীরগাছা থানাধীন সৈয়দপুর বাজারের নুরুল ইসলামের ছেলে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়বা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে রনিকে আসামী করে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনি পেশাগত মাদক ব্যবসায়ি। নগরীর কাষ্টঘর থেকে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে খুচরা দরে বিক্রি করে আসছিল।