সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’-এ চুক্তিবদ্ধ হয়েও শর্ত ভঙ্গের কারণে বাদ পড়েন অপু বিশ্বাস। তবে সপ্তাহ কয়েক গড়াতেই পেলেন অনুদানের আরেক সিনেমা।
নতুন সিনেমা সম্পর্কে জানতে চাইলে অপু বলেন, আমি এখনও নতুন কোনো ছবির কাজ শুরু করিনি। তবে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’তে অভিনয় করতে যাচ্ছি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) পাকা কথা হয়েছে বলেও জানান নায়িকা।
তিনি বলেন, “সেখানে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে দেখা যাবে আমাকে। গল্পটা সুন্দর। আমি সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। এই ধরনের চরিত্রে দর্শক আগে কখনো আমাকে দেখেনি।”
মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প।
এদিকে সংবাদমাধ্যমকে বন্ধন বিশ্বাস বলেন, “অক্টোবর থেকেই শুটিং শুরু করতে চাই। আপাতত অপু দিদি ঢাকার বাইরে আছেন। দুই-এক দিনের মধ্যে তার শিডিউল মিলিয়ে বাকিদের শিডিউল লক করব। এছবিতে অপুর বিপরীতে নায়ক হচ্ছেন নিরব।
অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। শাকিব খানের বিপরীতে এখন পর্যন্ত ৭২টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস।
২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর ২০১৭ সালে বিচ্ছেদের আগ পর্যন্ত শাকিব ছাড়া কোনো ছবিই করেননি অপু। মাঝে চিত্রনায়ক মান্নার বিপরীতে তিনটি ছবিতে কাজ করেছিলেন অপু। শাকিব-অপুর ঘরে আব্রাহাম খান জয় নামে একমাত্র ছেলে সন্তান রয়েছে।
অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।