ছাড়পত্র পেল সিলেটের ‘গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি’। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের ১৩.০৯.২০২০খ্রিঃ স্বাক্ষরিত ছাড়পত্র উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে গ্রহণ করা হয়। সোমবার (১৪সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের হাতে ছাড়পত্র তুলে দেন গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক।
এসময় সমিতির সদস্যগণ উপস্থিত থেকে ছাড়পত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সাকিব আল মামুন, অর্থ সম্পাদক সুলতান আবু নাসের, দৈনিক মানচিত্র ও খোলা কাগজ গোলাপগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান বাচ্চু, জি-টোয়েন্টিফোর টেলিভিশনের চেয়ারম্যান খালেদ হোসেন, অনলাইন নিউজ পোর্টাল আমাদের প্রতিদিন গোলাপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হুমায়ুন, দৈনিক যুগভেরী গোলাপগঞ্জ প্রতিনিধি ও অনলাইন পোর্টাল সিলেটের কাগজ সম্পাদক জয় রায় হিমেল, অনলাইন পোর্টাল গোলাপগঞ্জ প্রতিনিধি এমএ রাজ্জাক।