1. jubayer.jay@gmail.com : jubayer Ahmed : jubayer Ahmed
  2. admin@sylhetmail24.com : jubayer :
  3. shahabuddin1234@gmail.com : shuhebkhan :
  4. unoskhanrukon@gmail.com : unoskhan :
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০১:১৪ অপরাহ্ন
এক নজরে:

পুনরায় বার্সা অধিনায়ক মেসি

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭ বার পড়া হয়েছে

২০১৮ সাল থেকেই বার্সেলোনার নেতৃত্ব দিয়ে আসছেন লিওনেল মেসি। এবারও তার ব্যতিক্রম হলোনা। নতুন মৌসুমকে সামনে রেখে অধিনায়ক নির্বাচনের জন্য এই তারকাকেই বেছে নিলেন সতীর্থরা। সেই সাথে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সহ অধিনায়ক হয়েছেন সার্জিও বুসকেটস।

বার্সায় সময়টা ভালো না যাওয়ায় গত মাসের শেষের দিকে চলে যাওয়ার ঘোষণা দেন মেসি। কিন্তু সে পথে কাঁটা হয়ে দাঁড়ায় ট্রান্সফার ফির ৭০০ মিলিয়ন ইউরো। ক্লাবের দাবি, এই অর্থ বুঝিয়ে দিয়েই যেতে হবে তাকে।

কিন্তু তা মেনে নেয়নি মেসির আইনজীবীরা। তাই উপায়ান্তর না দেখে অবশেষে এই ফুটবলারের বাবা হোর্হে মেসির সাথে আলোচনায় বসেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। প্রথমে শোনা যায় কোনো পক্ষই ছাড় না দেওয়ায় ওই বৈঠকে সমাধান আসেনি। কিন্তু তার একদিন পরই গোল ডটকমকে ছয় বারের ব্যালন ডি অর জয়ী জানান, আরও একবছর থাকছেন দুই দশকের ঘর ন্যু ক্যাম্পে।

সেই সাথে অভিযোগের তীরে বিদ্ধ করেন ক্লাবটির প্রেসিডেন্টকে। আর্জেন্টাইন ফুটবলারের দাবি, কথা রাখেনি বার্তোমেউ। তাই অনিচ্ছা সত্ত্বেও নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন তিনি।

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ
DMCA.com Protection Status