সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম গোয়ালাবাজারে লিজা ভেরাইটিজ ষ্টোর নামে একটি দোকানে আগুন লাগিয়ে দোকানের মালামাল পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
এতে ওই দোকানের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
দোকানের মালিক জামাল আহমদ জানান, মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে কে বা কারা আমার দোকানের বাহির থেকে ভিতরে কেরাসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের ফাইফ ও দুই লিটারের একটি খালি কেরাসিনের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বাহির থেকে কেউ কেরোসিন দিয়ে ভিতরে আগুনের সুত্রপাত ঘটায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে দেখি আগুনে দোকানের মালামাল পুড়ছে তখন আমি ও উপস্থিত অনেকেই তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেই।
তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনর্চাজ জসীম আহমদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিভে গেছে। লিখিত অভিযোগ পেলে আগুনের সূত্রপাতের ব্যপারে খুঁজ নিয়ে দেখবো।