প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে ছিলেন গোলশূন্য। চার দিন পর জিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ দুই গোলে ভক্ত-সমর্থকদের মন কাড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বুধবার বার্সেলোনার ৩-১ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি করেন মেসি।
বিরতির পর ৫১তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক মেসি।