মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে ইউনিয়নের বিলেরপার গ্রামের গুচ্ছগ্রাম এলাকার ৪০জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও ৩ জনকে চিকিৎসা বাবত নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়াও দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদে একটি গেইট প্রদান করা হয়েছে।
শুক্রবার বাদজুম্মা ‘দেশ ও প্রবাস একতা যুব সংঘ’র উদ্যোগে নগদ টাকা বিতরণ করা হয়।
দেশ ও প্রবাস একতা যুব সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মো.মুর্শেদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন- সংগঠনের সম্নয়কারী মুক্তিযোদ্ধা মান উল্যা, মাসুক আলী, আরজু মিয়া, উপদেষ্ঠামন্ডলীর সদস্য আব্দুস ছালাম, আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সদস্য মইনুল ইসলাম, লিয়াকত আলী, আলাল মিয়া প্রমুখ।
গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু, ১কেজি লবন। এছাড়া অসহায় ৩ জনকে নগদ ২ হাজার টাকা করে চিকিৎসা বাবত ও মসজিদের একটি গেইট ৩৪ হাজার টাকা মূল্যের প্রদান করা হয়।
এর আগে করোনা ভাইরাস প্রাদুভার্ব শুরু হবার পর থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সংগঠনের সভাপতি বাহরাইন প্রবাসী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, উপদেষ্ঠা লেবু আহমদ, মজমিল মিয়া, সদস্য ওয়াহিদ আলীর পক্ষ থেকে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী প্রদান করছেন।