গেল ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতীয় গণমাধ্যমে খবর আসে, নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা অরোরা। একইদিনে প্রেমিকের পর প্রেমিকার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এ নিয়ে বি-টাউনে তোলপাড় শুরু হয়ে যায়।
এরপর চিকিৎসকের পরামর্শে দুজনেই বাসায় থেকে চিকিৎসা নেন। দুজনেই করোনা থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
তবে এবার মালাইকার কাছের মানুষ ও ভক্তদের জন্য সুখবর যে, বলিউডের এই আইটেম গার্ল করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। তারা করোনা নেগেটিভ এসেছে। অন্যদিকে প্রেমিক অর্জুন কাপুর এখনও করোনার সঙ্গে লড়ছেন।
টানা দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকার পর রবিবার বাড়ির বাইরে বের হন মালাইকা। সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। ছবিতে কফির কাপ হাতে নাইট স্যুটেই বাঁ হাতে বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এই আবেদনময়ী অভিনেত্রী।
কোয়ারেন্টাইনে থাকাবস্থায় মালাইকার এক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় উঠেছিল।
ক’দিন আগেই ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন- ‘কেউ তো ভ্যাকসিন বের করো রে বাবা, না হলে যে আমার যৌবনটাই মাটি!’