ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সৌদি এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি এয়ারলাইন্স।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে এয়ারলাইন্সটি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেবিচক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ।
প্রাথমিকভাবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যদিও সৌদি এয়ারলাইন্স প্রতি সপ্তাহে আরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সাথে সাথে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এর আগে ১৬ সেপ্টম্বর সৌদি আরবের সাথে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও পরদিন তা প্রত্যাহার করে নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ সেপ্টেম্বর থেকে দেশটির সাথে ফ্লাইট পরিচালনার সিডিউল ঘোষণা করেছিল বিমান। পরে বিমানের পক্ষ থেকে জানানো হয়, সৌদি সরকার অনুমতি না দেয়ায় আপাতত ফ্লাইট পরিচালনা করতে পারছে না তারা। যদিও সৌদি এয়রলাইন্সকে আগে অনুমতি দিলো বাংলাদেশ।