১ অক্টোবের থেকে সৌদি আরবে বানিজ্যিক ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এখনো এয়ারপোর্টে অবতরণের অনুমতি মেলেনি। সোমবার ( ২১ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হেসেন।
সপ্তাহে আটটি করে ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে বিমান। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ফ্লাইট শিডিউল ঘোষণার আগে কেউ টিকিট পাবেন না। তাই যাত্রীদেরকে টিকিটের জন্য কোন অফিসে না আসার পরামর্শ দেয়া হয়েছে। আর রিটার্ন টিকিট কেটে আসা যাত্রীরা শুধু টিকিট পাবেন। নতুন টিকিট বিক্রি করা হবে না প্রথম দিকে।
করোনা ভাইরাসের প্রভাবে বর্তমানে সৌদি আরবের সাথে বানিজ্যিক ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বিমান। নুতন এই ঘোষণা আসলে আবারো শুরু হবে নিয়মিত ফ্লাইট চলাচল।
সিলেট মেইল টুয়েন্টিফোর ডটকম/ডেস্ক/জেএ