সৌদি আরব প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ আরও ২৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রবাস বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, একইসাথে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি মিলেছে।
বুধাবার ( ২৩ সেপ্টেম্বর ) সন্ধ্যার পর এই তথ্য জানান মন্ত্রী। মন্ত্রী জানান, আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত অর্থাৎ আজ থেকে আরও ২৪ দিন বাড়ানো সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বিমানকে সপ্তাহে দুটি করে ফ্লাইট জেদ্দা ও রিয়াদে পরিচালনা করার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই অনুমতির আওতায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুটি ফ্লাইট জেদ্দা ও রিয়াদে যাবে।
একই সাথে আগামী রবিবার ( ২৭ সেপ্টেম্বর ) থেকে ঢাকায় সৌদি দূতাবাসের ভিসা অফিসে কনস্যুলেট সেবা দেয়া হবে। এর আওয়ায় ভিসা সংক্রান্ত যাবতিয় কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্টদের দূতাবাসে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার।