সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফরিদ (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলী হোসেন ও রাশেদুল নামে আরো দুজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের ৩ নম্বর গেটের সামনে (পেট্রোল পাম্প) এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সিলেটের আখালিয়া ধানুহাটার পার এলাকার রানা মিয়ার কলোনির মো. জসীমের ছেলে মো. ফরিদ এবং আহতরা হলেন একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ি সুত্র গণমাধ্যমকেএ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।