করোনা পরিস্থিতি ও দেশের চলমান সার্বিক বিষয় বিবেচনা করে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
শাবিপ্রবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ফেস টু ফেস ক্লাস হচ্ছে না, ক্লাস তো অনলাইনে হচ্ছে। তবে, সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম চলছে। এর প্রেক্ষিতে করোনা সংক্রমণ ও এমসি কলেজের ঘটনা বিবেচনা করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার কথা ভেবে আমরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছি।বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়, এ হিসেবে সন্ধ্যার পর ক্যাম্পাসে তেমন কারো কাজ কিংবা প্রেয়োজন থাকার কথা না।
উপাচার্য আরও বলেন, সন্ধ্যার পর অনেকে ক্যাম্পাসে এসে আড্ডা দিচ্ছে। যাদের মুখে কোনো ধরনের মাস্ক থাকে না। অযথা ঘোরাঘুরি করে। করোনা এ পরিস্থিতিতে বাইরে কম থাকা ভালো। আর যারা সন্ধ্যার পর ক্যাম্পাসে আসে তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কমই, বেশির ভাগই বহিরাগত। এজন্য এ বহিরাগত আগন্তুকদের ক্যাম্পাসে আসা বন্ধ করতে হবে।