আটকে পড়া সৌদি আরব প্রবাসীদের জন্য সপ্তাহে ২০ টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ১ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি এবং সৌদি এয়ারলাইন্স ১০টি করে ফ্লাইট পরিচালনা করবে।
বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বৈঠক শেষে ইমরান আহমদ বলেন, সৌদি আরবে এখন থেকে সপ্তাহে ২০ টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। যাদের ভিসা ও আকামার মেয়াদ আছে তারা যেতে পারবেন। প্রয়োজনে আরও ফ্লাইট বাড়ানো হবে।