সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এবার তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ পাহারায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে তারেক ও মাহফুজ পাঁচ দিনের রিমান্ডে রয়েছে।
এসএমপির এডিসি (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় গ্রেফতার আটজনের ডিএনএ পরীক্ষা হবে। বৃহস্পতিবার এ মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার বাকি দুইজনের নমুনা সংগ্রহ করা হয়।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে আসামি তারেক ও মাসুমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নিচ তলার ওসিসিতে নেয়ার পর ওসমানী হাসপাতালের ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করেন।