যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্পের শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে। আজ সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরতে পারেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলবে। ট্রাম্পের চিকিৎসকরা একথা জানিয়েছেন।
স্থানীয় সময় রবিবার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন কনলি ট্রাম্পের বর্তমান শরীরিক অবস্থাসহ তার চলমান চিকিৎসার তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার এবং শুক্রবার ট্রাম্পের শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হয়েছে। শনিবারও অক্সিজেনের মাত্রা কম থাকায় তাকে স্টেরঢেড ডেক্সামেথাসোন দেওয়া হয়।
চিকিৎসকরা জানান, শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসনি। তাকে রেমডিসিভিরের দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে। তার লিভার এবং কিডনি ঠিকঠাক কাজ করছে।
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দেয়, তবে বুধবার রাতেই ৭৪ বছর বয়স্ক ট্রাম্প জানান যে তিনি এবং তার স্ত্রী মেলানিয়া কোয়ারান্টিনে আছেন।
পরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ২৪ ঘণ্টা পার হবার আগেই ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেয়া হয়।