সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের রেশ কাটতে না কাটতে আবারও আওয়ামী লীগের শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । গত শনিবার শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি আছেন। এ ঘটনায় গতকাল রাতে পুলিশ অভিযুক্ত শ্রমিকলীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। আজ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসার দুইতলার ভাড়াটে দেলোয়ার হোসেন ও তার সহযোগী হারুন আহমদ। দেলোয়ার শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িত। মামলায় ওই নারী অভিযোগ করেন দেলোয়ার তাকে ধর্ষণ করে এবং আরও তিনজন ধর্ষণে সহযোগিতা করে।