শুধু নামমাত্র আয়োজন নয়। বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যবস্থা রাখা হয়েছে প্রাইজমানিরও। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ৭ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার।
দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরছে টাইগাররা। তাই ক্রিকেটারদের মানসিকভাবে আরও উৎফুল্ল ও আগ্রহী করে তুলতে বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রাইজমানির ব্যবস্থা করেছে বোর্ড। চ্যাম্পিয়ন আর রানার্সআপ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে প্রাইজমানির ব্যবস্থা। টুর্নামেন্টের সিরিজসেরা পাবেন ২ লাখ টাকা।
সিরিজসেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার ও ফাইনাল সেরার প্রত্যেকেই পাবেন এক লাখ টাকা করে প্রাইজমানি। এ ছাড়া ম্যাচসেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার ও ম্যান অব দ্য ম্যাচের জন্যও রাখা হয়েছে প্রাইজমানির ব্যবস্থা। মোট ৩৬ লাখ ৭৫ হাজার টাকার প্রাইজমানির রাখা হয়েছে পুরো টুর্নামেন্টে।