সিলেট পুলিশ ফাড়িতে যুবক রায়হানের হত্যাকারী এস আই আকবরকে খুজতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। একজন এআইজিকে প্রধান করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এবং এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারীদের খুঁজে বের করাই হবে তদন্ত কমিটির প্রধান কাজ। ১৩ অক্টোবর এসআই আকবর হোসেন ভুঁইয়া পালিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় রায়হানকে। পরে সকালে মারা যান রায়হান । দায়িত্বহীনতার জন্য বন্দরবাজার ফাড়ির ইনচার্জ এসআই আকবর হোসেনসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এর পর থেকে আকবর হোসেন পালাতক।