বিশ্বজুড়ে সকল মুসলিমদের শত্রু একই ও অভিন্ন।

ইরানের সিনিয়র নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন – বিশ্বের সকল মুসলিমদের শত্রু এক ও অভিন্ন এবং ইসরায়েলে চালানো ইরানের হামলা ছিল নূন্যতম শাস্তিদীর্ঘ পাঁচ বছর পর জুমার নামাজের ইমামতি এবং খুতবায় দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।

শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজে অংশ নিয়ে বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যের ওপর জোর দেন। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনের নীতির ওপর ভিত্তি করে এই ঐক্য গড়ার আহ্বান করেন তিনি।

 

 

 

 

 

 

 

আয়াতুল্লাহ আরও খামেনি বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র, লেবানন এবং অন্যান্য মুসলিম দেশ আর ইরানের শত্রু একই।

পদাধিকারবলে খামেনিই তেহরানের জুমার নামাজের খতিব। তবে, সাধারণত অধস্তনদের দিয়েই পালাক্রমে খুতবার দায়িত্ব পালন করান তিনি।

বিশেষ দু’একটি ঘটনার সময়ই শুধু তাকে খতিবের দায়িত্বে আসীন হতে দেখা গেছে।

 

 

 

 

 

 

 

 

যেমন ২০২০ সালে জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর পর তিনি খুতবা দিতে এসেছিলেন। বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলেইমানি।

তখন সোলেইমানির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল ইরান।

এর আগে তিনি খুতবায় দাঁড়িয়েছিলেন ২০১২ সালে।

সে হিসেবে এবারেরটি গত এক যুগে তার তৃতীয় খুতবা।

 

 

 

 

 

 

 

খামেনি তার বক্তব্যে, মঙ্গলবার ইসরায়েলে চালানো হামলার প্রশংসা করেন। ওই হামলাকে পুরোপুরি ‘বৈধ’ বলে উল্লেখ করেন তিনি।

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *